
দফতর সম্পাদক সূত্র : চুনারুঘাটে অনুষ্ঠীত দু দিন ব্যাপী বইমেলার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করছে চুনারুঘাটের শিক্ষামূলক সামাজিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ। ফলাফল ঘোষনা কমিটির উদাসীন্যতা, স্বজনপ্রীতি এবং অবমূল্যায়নের বিষয়গুলো তাঁদের ফলাফলে প্রকাশ পেয়েছে। সংগঠন সূত্রে বলা হচ্ছে, আগ্রহ উদ্দীপনা নিয়ে অংশ নেওয়া সৃজনশীল মেধাবিকাশের বই বিক্রি, সংগ্রহ, পাঠক আকৃষ্টতা থেকে শুরু করে স্টল সাজসজ্জা ও উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কিন্তু কোন দৃষ্টিকোণ হতে সৃজনশীল মেধাবিকাশের স্টল কে সান্তনা পুরস্কার দেওয়া হলো এটার জবাব স্পষ্ট নয় সংগঠনের কাছে। সংগঠনের সাঃসম্পাদক তোফাজ্জল মিয়া বলেন, ফলাফল কমিটির দুই সদস্য পড়ন্ত বিকেলে হঠাৎ এসে একটু ঘুরে ফলাফল প্রস্তুত করেছেন। সামগ্রীক বইমেলার বিষয়গুলো তারা নজরে আনেননি। ফলাফল ঘোষনা কমিটির দুই সদস্যের মানষিকতা, শৈল্পিকগুন বিচারের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে মেধাবিকাশ। সংগঠনের সহঃসভাপতি তাহজীবুল হাসান বিজয় বলেন, একুশে ফেব্রুয়ারী ফলাফল ঘোষনার পর এ হিনমন্য ফলাফল প্রত্যাখ্যান করে মেধাবিকাশ। সাথে সাথেই আমি তাহজীবুল হাসান বিজয় আমাদের সভাপতির নেতৃত্বে সাঃসম্পাদককে নিয়ে ইউএনও মহোদয়ের নাজির সাহেবের সাথে কথা বলি! নাজির সাহেব ইউএনও মহোদয় কে বিষয়টি অবগত করার আশ্বাস প্রদান করলে ও আজ তিনদিন গত! আমরা কোন ফলাফল পাইনি।
সংগঠন সূত্রে বলা হচ্ছে, অচিরেই এ বিষয়টি নিয়ে বিবৃতি, সংবাদ সম্মেলন প্রয়োজনে বিশালতার কর্মসূচি আহ্বান করবে মেধাবিকাশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন