মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প | আবিদ আজম
কবি আল মাহমুদের ঘনিষ্ট সহচর সাংবাদিক আবিদ আজমের সম্পাদিত মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প এবার বই মেলায় প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে লেখালেখি প্রকাশন, বইটির ভূমিকা করেছেন কবি বেলাল চৌধুরী। বইটি বই মেলায় পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রতি জানা, দৃশ্যপট ইত্যাদি অনুধাবন করতেই এ উদ্যোগ। বলেন বইটির সম্পাদক আবিদ আজম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন