কেমন ডাকসু চাই ? - পাঠক মতামত

ডাকসু থেকে জাতীয় নেতৃত্ব বিকশিত হয় যা সকলে এক দৃষ্টিতে স্বীকার করে থাকেন। আমাদের রাজনীতিতে সংকটের দরুণ ডাকসুর প্রয়োজনীয়তা অপরিসীম।  ডাকসু থেকে মেধাবী নেতৃত্ব আসলে দেশের নেতৃত্ব ও রাজনীতির পট পরিবর্তন হতে পারে। তাই এমন ডাকসু চাই যা আমাদের সর্বোপরি নেতৃত্বের দ্বার উন্মোচন করবে।
রাজনৈতিক সংগঠনগুলো অংশ নিচ্ছে ডাকসু নির্বাচনে। ইতোমধ্যে তফসিল ও ঘোষণা হয়েছে। একটি বিষয়ে ছাত্রলীগ ব্যাতিত সকল বামধারা সংগঠনগুলো আপত্তি জানিয়েছে যে - কেন্দ্র হলের বাইরে নিজ নিজ অনুষদে করার ব্যাপারে।
বিতর্কযুক্ত একটি নির্বাচন কখনো জাতীর জন্য মঙ্গল জনক হয় না। তাই বিতর্কমুক্ত নির্বাচন করা জরুরি। অনেকে বলেছেন তফসিল ছাত্রলীগ বান্ধব হয়েছে।
তফসিলের মধ্যে শিক্ষার্থী অধিকারের বিষয়টার ক্রমশ গুরুত্ব কমে যাচ্ছে। বলেছেন সুশীলরা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০