মাসিক চাঁদা আদায় সংক্রান্ত নোটিশ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৃজনশীল মেধাবিকাশের যে সকল সদস্যরা তাঁদের মাসিক চাঁদা পরিশোধ করেন নি তাঁদের মাসিক চাঁদা অনতিবিলম্বে পরিশোধ করতে বলা হচ্ছে। স্ব ঘোষিত তারিখ পরবর্তী পরিশোধে বিলম্ব হলে মূল চাঁদার সাথে জরিমানা বাবদ পঞ্চাশ(৫০) টাকা প্রদান করতে হবে। কার্যকরি পরিষদ মাসিক চাঁদা ৩০ ও সাধারণ পরিষদ মাসিক চাঁদা ২০/- টাকা হারে প্রদানের বিধানবলী গঠণতন্ত্রে বলা আছে। চাঁদা পরিশোধের জন্য অর্থ সম্পাদকের বিকাশ পারসোনাল নাম্বারটি হচ্ছে - 01758757842,
শহীদুল হাসান সোহাগ
অর্থ সম্পাদক
সৃজনশীল মেধাবিকাশ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন