Srijanshil medhabikash is a social and Educational voluntary Organization in Chunarughat.
মেধাবিকাশ প্রতিযোগিতা ২০১৭ এর প্রশ্ন
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
-
মেধাবিকাশ প্রতিযোগিতা ২০১৭ এর প্রশ্ন। স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন। ২০১৭ সালে ৬-৭-৮ তিনটি শ্রেণীর প্রতিযোগিতায় উপরের প্রশ্নটি কার্যকর হয়েছিলো। তাই প্রশ্নটি ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীর মান উপযোগী।
আজ কবি বেগম সুফিয়া কামাল (জন্ম: ২০শে জুন ১৯১১ - মৃত্যু: ২০শে নভেম্বর, ১৯৯৯) এর মৃত্যু দিন। তিনি একাধারে কবি, লেখক, সংগঠক ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আব্দুল বারী এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন। তাঁর বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হত। সুফিয়া কামালের বয়স যখন সাত বছর তখন তাঁর বাবা সাধকদের অনুসরণে নিরুদ্দেশ যাত্রা করলে তাকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে আসেন। তাঁর শৈশব কাটে নানার বাড়িতে। যে পরিবারে সুফিয়া কামাল জন্ম সেখানে নারীশিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হত না। তাঁর মাতৃকুল ছিল শায়েস্তাবাদের নবাব পরিবারের এবং সেই পরিবারের কথ্য ভাষা ছিল উর্দু। এই কারণে অন্দরমহলে মেয়েদের আরবি, ফারসি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোন ব্যবস্থা ছিল না। তিনি বাংলা শেখেন মূলত তাঁর মায়ের কাছে। নানাবাড়িতে তাঁর বড় মামার একটি বিরাট গ্রন্থাগার ছিল। মায়ের উৎসাহ ও সহায়তায় ...
সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন-২১ নির্ধারিত নোটিশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ শে জানুয়ারি, শুক্রবার সকাল নয়টায় চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি। সভা পরিচালনা করেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আজীবন সদস্যপদ গ্রহন করেন জনাব নুরুল কালাম আজাদ দরবেশ, উপস্থিত ছিলেন আজীবন সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, শিক্ষক রাকিবুল আলম চৌধুরী সহ আরো অনেকে। সভার ছবি, পেছন থেকে৷ সাধারণ সভা শেষে সদস্যবৃন্দ। সভায় ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এতে সভাপতি সাইফুর রাব্বি, সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সুলাইমান আহমেদ পুনরায় নির্বাচিত হন।
চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ২০২০ সালে ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সৃজনশীল মেধাবিকাশ। ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলে। এতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ফরম, ব্যাংকিং, কাগজপত্র ব্যবস্থাপনা সহ সার্বিক সহায়তা করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন