পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছে সৃজনশীল মেধাবিকাশ

ছবি
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ। শুভেচ্ছা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি (প্রেস রিলিজ) আজ শুক্রবার,  ৩১ জুলাই সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার স্বাক্ষরে প্রকাশিত হয়। (সংযুক্ত ছবিটি স্পষ্ট দেখতে   ছবিতে ক্লিক করুন)           

মাসিক চাঁদা আদায় সংক্রান্ত নোটিশ

ছবি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৃজনশীল মেধাবিকাশের যে সকল সদস্যরা তাঁদের মাসিক চাঁদা পরিশোধ করেন নি তাঁদের মাসিক চাঁদা অনতিবিলম্বে পরিশোধ করতে বলা হচ্ছে। স্ব ঘোষিত তারিখ পরবর্তী পরিশোধে বিলম্ব হলে মূল চাঁদার সাথে জরিমানা বাবদ পঞ্চাশ(৫০) টাকা প্রদান করতে হবে। কার্যকরি পরিষদ মাসিক চাঁদা ৩০ ও সাধারণ পরিষদ মাসিক চাঁদা ২০/- টাকা হারে প্রদানের বিধানবলী গঠণতন্ত্রে বলা আছে। চাঁদা পরিশোধের জন্য অর্থ সম্পাদকের বিকাশ পারসোনাল নাম্বারটি হচ্ছে - 01758757842,     শহীদুল হাসান সোহাগ       অর্থ সম্পাদক  সৃজনশীল মেধাবিকাশ              

মাদক প্রতিরোধ সভার গুরুত্বপূর্ণ ছবি

ছবি
০১  ০২  ০৩  ০৪

চুনারুঘাটে মাদক প্রতিরোধে সৃজনশীল মেধাবিকাশের সভা

ছবি
চনারুঘাটে মাদক প্রতিরোধে সৃজনশীল মেধাবিকাশের সভা অনুষ্ঠীত হয়েছে৷ গত বৃহস্পতিবার (২৩ শে জুলাই) সকাল ১১ টায় চুনারুঘাট থানার অডিটরিয়ামে সংগঠনের সভাপতি মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।  বক্তব্য রাখেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া                          

মেধাবিকাশ প্রতিযোগিতা ১৯ এর খ শাখার প্রশ্ন

ছবি
খ শাখার লিখিত প্রশ্ন। স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন।  ২০১৯ সালে খ শাখার প্রতিযোগিতা শুধুমাত্র ৫ম  শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো।   খ শাখার বহুনির্বাচনি  প্রশ্ন। স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন।  ২০১৯ সালে খ শাখার প্রতিযোগিতা শুধুমাত্র ৫ম  শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো।  

মেধাবিকাশ প্রতিযোগিতা-১৯ এর ক শাখার প্রশ্ন

ছবি
ক শাখার লিখিত প্রশ্ন। স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন।  ২০১৯ সালে ক শাখার প্রতিযোগিতা  ৩য়-৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো।        ক শাখার MCQ বা বহুনির্বাচনি বা "ঠিক চিহ্ন দাও"  এর প্রশ্ন। ক শাখা ২০১৯ ৩য়-৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো।  স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন।           

মেধাবিকাশ প্রতিযোগিতা ২০১৮ এর প্রশ্ন

ছবি
পাতা - ০১, স্পষ্ঠভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন    পাতা -০২, স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন      ২০১৮ সালে মাত্র একটি শাখায়ই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। উপরোক্ত প্রশ্নটি ক শাখা অর্থাৎ ৪র্থ, ৫ম শ্রেণীর উপযোগী৷ 

মেধাবিকাশ প্রতিযোগিতা ২০১৭ এর প্রশ্ন

ছবি
মেধাবিকাশ প্রতিযোগিতা ২০১৭ এর প্রশ্ন।  স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন।  ২০১৭ সালে ৬-৭-৮ তিনটি শ্রেণীর প্রতিযোগিতায় উপরের প্রশ্নটি কার্যকর হয়েছিলো। তাই প্রশ্নটি ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীর মান উপযোগী।           

সদস্য ফরম, সৃজনশীল মেধাবিকাশ।

ছবি
স্পষ্টভাবে ছবিটি দেখতে ছবিতে ক্লিক করুন। সদস্য ফরমের ১ম পৃষ্ঠা।  ২য় পৃষ্ঠা।