বুক ব্যাংক - বই পড়ার উদ্যোগ
চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের একটি শাখা সংগঠন বুক ব্যাংক। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বুক ব্যাংক সংগঠনটি মানুষ কে বই পড়িয়ে থাকে। বুক ব্যাংক হতে সাত দিনের জন্য একটি বই ধার নিয়ে পুনরায় পড়ে ফেরৎ দিয়ে আবার বই নিতে হয়। সিস্টেমটা এমনই৷ এ জন্য কোনো ফি বা টাকা নেওয়া হয় না। বুক ব্যাংক পাঠক সৃষ্টির একটি উদ্যোগ৷
আমাদের ফেসবুক স্ট্যাটাস হতে বই পছন্দ করে সাত দিনের জন্য নেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে বই ক্ষতিগ্রস্ত হতে পারবে না। বুক ব্যাংকটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলে যেহেতু এর পরিচালনা থেকে শুরু করে সবকিছু স্বেচ্ছাশ্রমে।
বর্তমানে এর পরিচালনা পর্ষদ সহ অন্যান্য কাজে দায়িত্ব পালন করছেন অনেক স্বেচ্ছাসেবক।
সার্বিক দায়িত্বে আছেন - চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষার্থী, সৃজনশীল মেধাবিকাশের সদস্য স্বাধীন আহমেদ শুভ
ছবিঃ স্বাধীন আহমেদ শুভ
যোগাযোগ - +88 01750-483144
বই আদান প্রদান সহ সার্বিক কাজে তাঁর শরনাপন্ন হলেই বই নিতে পারবেন। বই পড়াকে সামাজিক আন্দোলনে রূপদান করতেই বুক ব্যাংকের এই উদ্যোগ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন