পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুক ব্যাংকের কার্যনির্বাহী পরিষদ গঠন

ছবি
বুক ব্যাংকের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।  আজ বুধবার বুক ব্যাংকের সভায় এই পরিষদ অনুমোদন দেন কর্মীরা। এতে উপস্থিত ছিলেন সৃজনশীল মেধাবিকাশের সভাপতি সাইফুর রাব্বি।  সর্ব সম্মতিক্রমে - মোঃ তারেক খাঁন (প্রধান সমন্বয়কারী),  রিপন আহমেদ (সহ প্রধান সমন্বয়কারী)  ও স্বাধীন আহমেদ শুভ কে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট পরিষদ অনুমোদিত হয়৷        মোঃ তারেক খাঁন  প্রধান সমন্বয়কারী    রিপন আহমেদ  সহ প্রধান সমন্বয়কারী   স্বাধীন আহমেদ শুভ সদস্য সচিব 

ওয়েব সদস্য নিবন্ধন কার্যক্রম-২০২০

ছবি
সৃজনশীল মেধাবিকাশের সকল প্রকারের সদস্যদের অনলাইন ব্লগে যুক্ত করার জন্য সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিভাগ সকলের নাম, ছবি ও পদবি সহ প্রকাশ করার উদ্যোগ গ্রহন করেছেন। এতদসংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে এ মর্মে, আগামী ১৮ তারিখের মধ্যে সবাই যেন ছবি সহ প্রয়োজনীয় তথ্য জমা   দেন। এরপর আর কারো তথ্য দাখিল হবে না। সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌরভ মোহাম্মদের তত্বাবধানে তথ্যগুলো সংগ্রহ চলছে।     

বুক ব্যাংক - বই পড়ার উদ্যোগ

ছবি
চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের   একটি শাখা সংগঠন বুক ব্যাংক। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বুক ব্যাংক সংগঠনটি মানুষ কে বই পড়িয়ে থাকে। বুক ব্যাংক হতে সাত দিনের জন্য একটি বই ধার নিয়ে পুনরায় পড়ে ফেরৎ দিয়ে আবার বই নিতে হয়। সিস্টেমটা এমনই৷ এ জন্য কোনো ফি বা টাকা নেওয়া হয় না। বুক ব্যাংক পাঠক সৃষ্টির একটি উদ্যোগ৷  আমাদের ফেসবুক স্ট্যাটাস হতে বই পছন্দ করে সাত দিনের জন্য নেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে বই ক্ষতিগ্রস্ত হতে পারবে না। বুক ব্যাংকটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলে যেহেতু এর পরিচালনা থেকে শুরু করে সবকিছু স্বেচ্ছাশ্রমে।  বর্তমানে এর পরিচালনা পর্ষদ সহ অন্যান্য কাজে দায়িত্ব পালন করছেন অনেক স্বেচ্ছাসেবক।  সার্বিক দায়িত্বে আছেন - চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষার্থী, সৃজনশীল মেধাবিকাশের সদস্য স্বাধীন আহমেদ শুভ      ছবিঃ স্বাধীন আহমেদ শুভ  যোগাযোগ - +88 01750-483144 বই আদান প্রদান সহ সার্বিক কাজে তাঁর শরনাপন্ন হলেই বই নিতে পারবেন।  বই পড়াকে সামাজিক আন্দোলনে রূপদান করতেই বুক ব্যাংকের এই উদ্যোগ।     ...

সাঃ সম্পাদকের প্রতিবেদন -২০১৯

ছবি
সৃজনশীল মেধাবিকাশের ২০১৯ খ্রিঃ সনের কার্যক্রম তালিকা বা সাঃ সম্পাদকের প্রতিবেদন ----     প্রতিবেদন পাতা - ০১  প্রতিবেদন পাতা - ০২  মোঃ তোফাজ্জল মিয়া  সাঃ সম্পাদক  সৃজনশীল মেধাবিকাশ  ২০১৯ সেশন।      

সম্পাদকীয় বিভাগ - সৃজনশীল মেধাবিকাশ

ছবি
মোঃ তোফাজ্জল মিয়া    সাঃ সম্পাদক ও সম্পাদকীয় বিভাগীয় প্রধান(২০২০-২১) সৃজনশীল মেধাবিকাশ। মোবাইল নাম্বারঃ +88 01741-631629 ই মেইল - srijanshilmedhabikash@gmail.com ফেসবুক - Md Tofazzal Miha        মোঃ আবুল কাশেম    সহ সাঃ সম্পাদক  ও সহযোগী প্রধান (সম্পাদকীয়) (২০২০-২১) সৃজনশীল মেধাবিকাশ  মোবাইলঃ +88 01785-851249    মোঃ সুলাইমান আহমেদ     সাংগঠনিক সম্পাদক (২০২০-২১) মোবাইল নাম্বারঃ +88 01780- 400455    শহীদুল হাসান সোহাগ  অর্থ সম্পাদক ও নির্বাহী অর্থ ব্যবস্থাপক (২০২০-২১)  সৃজনশীল মেধাবিকাশ     ইয়াছিন আহমেদ রায়হান   অফিস সম্পাদক (২০২০-২১)  সৃজনশীল মেধাবিকাশ    আমিনুল হাসনাত ফাহিম    প্রচার প্রকাশণা ও সাহিত্য সম্পাদক(২০২০-২১)   সৃজনশীল মেধাবিকাশ   মানষ দেব (অমিত)   শিক্ষা ও পাঠচক্র সম্পাদক (২০২০-২১)  সৃজনশীল মেধাবিকাশ        ...

সৃজনশীল মেধাবিকাশের সদস্য হওয়ার নিয়মাবলী

ছবি
সৃজনশীল মেধাবিকাশ ২০১৭ খ্রিঃ তে আনুষ্ঠানিক পথচলা শুরু করে। এর কার্যক্রমে অংশ গ্রহন করতে এর সদস্য হওয়া বাধ্যতা মূলক। সৃজনশীল মেধাবিকাশের গঠনতন্ত্রের নিয়মে ৩ প্রকারের সদস্য আছে। যারা কাজ করতে চান বা সৃজনশীলের কর্মী হতে চান তাঁরা কার্যক্রম সদস্য হবেন। সদস্য হতে হলে আপনাকে কিছু সুনির্দিষ্ট নিয়ম মগজে ও মননে মানতে হবে  ।  ★ নিয়মগুলো  ১. অবশ্যই মাধ্যমিক সমমান বা মাধ্যমিক পাশ হতে হবে। ২. অন্য কোনো শিক্ষামূলক সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না। কেননা সৃজনশীল মেধাবিকাশ একটি শিক্ষামূলক সংগঠন। সৃজনশীল মেধাবিকাশ চায় না দ্বি চরিত্রে বা দ্বি পরিচয়ে কেও সংগঠনে থাকুক। ৩. ভর্তি ফি ৫০/- ও মাসিক চাঁদা ২০/- (প্রতি মাসে) বিশ টাকা অর্থ সম্পাদকের কাছে পরিশোধ  করে রশিদ সংগ্রহ করবেন।      ৪. সৃজনশীল মেধাবিকাশের কার্যকরি পরিষদে গৃহীত সিদ্ধান্তঃ, পরিপত্র ইত্যাদি মেনে চলতে হবে। ৫. সৃজনশীল মেধাবিকাশের সদস্য হলে অবশ্যই পাঠ্য বই এর বাইরে ইতিহাস, সমাজ, ধর্ম, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বই পড়তে হবে। ৬. নিজের চিন্তা ও চেতনায় আগে বিপ্লব ঘটাতে হবে। সৃজনশীল মেধাবিকাশের কর্মসূচি বাস্তবায়নে...

কার্যকরি পরিষদ পরিচিতি -২০২০ | বিস্তারিত

ছবি
গত ৩১ শে ডিসেম্বর ২০১৯ বাৎসরিক সাধারণ সভার মাধ্যমে সৃজনশীল মেধাবিকাশের কার্যকরি পরিষদ গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডিসিপি হাই স্কুলের শিক্ষক বশির আহমেদ। সভাপতি - মোঃ সাইফুর রহমান  সিনিয়র সহ সভাপতি -  মোঃ জামান শিপন সহ সভাপতি - সদয় দেবনাথ সাঃ সম্পাদক - মোঃ তোফাজ্জল মিয়া  সহ সাঃ সম্পাদক - মোঃ আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক - মোঃ সুলাইমান আহমদ    অর্থ সম্পাদক - শহীদুল হাসান সোহাগ অফিস সম্পাদক - ইয়াছিন আহমেদ রায়হান প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক - আমিনুল হাসনাত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক - মানষ দেব তথ্য ও প্রযুক্তি সম্পাদক - সৌরভ মোহাম্মদ নির্বাহী সদস্য - মোঃ তারেক খাঁন নির্বাহী সদস্য - সজীবুল ইসলাম সজীব ১২ মার্চ, বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭.৫১ মিনিটে প্রকাশিত।                             

শতবর্ষে শেখ মুজিব - অনুপ্রেরণা | মেধাবিকাশ ব্লগ

ছবি

নোটিশ - করোনা ভাইরাস সংক্রান্ত

ছবি

ফেরদৌসী প্রিয়ভাষিণী স্মরণ | সৃজনশীল মেধাবিকাশ

ছবি
কপালে লাল বড় টিপ, চোখে গাঢ় কাজল, গলায় কাঠ, মাটি কিংবা পাথরের গয়না, শান্ত, সৌম্য চেহারা যেখানে তাকালেই এক সতত জননীর রূপ ধরা পড়ে, তিনি ফেরদৌসী প্রিয়ভাষিণী; একজন মুক্তিযোদ্ধা, একজন ভাস্কর, একজন হার না মানা লড়াকু মানবী। ১৯৭১ সালে এদেশের আরো লক্ষ লক্ষ নারীর সাথে তিনিও পাক হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হন। কিন্তু মুক্তিযুদ্ধ নয় মাসে শেষ হলেও তার সংগ্রাম অচিরেই শেষ হয়নি। জন্ম ও শৈশব দেশভাগের প্রাক্কালে ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম খুলনায় নানার বাড়িতে। তার বাবার নাম সৈয়দ মাহবুবুল হক এবং মায়ের নাম রওশন হাসিনা। বাবা-মায়ের ১১ সন্তানের মধ্যে প্রিয়ভাষিণী ছিলেন সবার বড়। খুলনায় তার জন্মস্থান নানা বাড়ির নাম ছিল 'ফেয়ারী কুইন' বা 'পরীর রাণী'। প্রিয়ভাষিণীর ব্যক্তি ও শিল্পী জীবনে এই নানা বাড়ির প্রভাব অপরিসীম। এই নানা বাড়িতেই কেটেছে তার শৈশব-কৈশোরের দিনগুলো। এখানেই প্রকৃতির সাথে মিলে-মিশে একাত্ম হবার প্রথম সুযোগ ঘটে তার। খুব ছোট বেলা থেকেই অনেক বিখ্যাত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলেন তিনি। শিক্ষা ও বৈবাহিক জীবন তিনি খুলনার পাইওনিয়ার গার্লস স্কু...

হুমায়ূন আজাদ অর্থই বাঙলাদেশ | মেধাবিকাশ ব্লগ

ছবি
১৯৮৪ সাল। তখন হুমায়ুন আজাদের বয়স মাত্র ৩৭ বছর। এই বয়সেই তাঁর সম্পাদিত গ্রন্থ ‘বাংলা ভাষা’-র প্রথম খণ্ড বেরিয়ে গেছে। একদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তাঁর নিজ রুমে বসে আছেন। এমন সময় রুমে প্রবেশ করেন বিশ্বভারতীর এক প্রবীণ অধ্যাপক, প্রাক্তন ডিন। অধ্যাপক সাহেব, হুমায়ুন আজাদের চেয়ে বয়সে কম করে হলেও চল্লিশ বছরের বড় হবেন। তিনি রুমে প্রবেশ করেই জিজ্ঞেস করলেন, ‘ডক্টর হুমায়ুন আজাদকে কোথায় পাবো বলতে পারেন?’ হুমায়ুন আজাদ বললেন, ‘আমিই হুমায়ুন আজাদ।’ বিশ্বভারতীর অধ্যাপক বলেন, ‘আমার বিশ্বাস হয় না। যিনি বাংলা ভাষা সম্পাদনা করেছেন তাঁর বয়স এতো কম হতে পারে না।’ হুমায়ুন আজাদ বলেন, ‘কতো হওয়া উচিত?’ অধ্যাপক বলেন, ‘অন্তত পঁচাত্তর, এর আগে এমন জ্ঞান হতে পারে না।’ এই বই যখন প্রকাশিত হলো তখন বাংলা সাহিত্যের আরেক দিকপাল অধ্যাপক সুনীলকুমার মুখোপাধ্যায় বইটি তাঁর মাথায় তুলে নিয়ে হুমায়ুন আজাদকে বলেছিলেন, ‘আপনাকে কেউ স্বীকৃতি দেবে না, তবে এ কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনারারি ডিলিট ডিগ্রি দিলাম।’ হুমায়ুন আজাদ কাজের স্বীকৃতিস্বরূপ মানুষের এমন প্রশংসা খুব বেশি পাননি। তাই এগুলো তাঁর বুকে ফুলের...

চুনারুঘাট বইমেলায় সৃজনশীল মেধাবিকাশ সার্বিকভাবে সেরা নির্বাচিত

ছবি
 চুনারুঘাট বইমেলা-২০২০ এ সার্বিকভাবে সেরা স্টল নির্বাচিত হয়েছে সৃজনশীল মেধাবিকাশ। ২২ শে ফেব্রুয়ারী ২০২০ রাত ৮ ঘটিকায় ইউএনও সত্যজিত রায় দাশ এর উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা।  সার্বিকভাবে সেরা হওয়ার প্রথম পুরস্কার উপজেলা প্রশাসন চুনারুঘাট হতে সরবরাহকৃত ফলাফল  

একুশে বইমেলা-২০২০ এ সৃজনশীল মেধাবিকাশ

ছবি
চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু বই উৎসব ও অমর একুশে বইমেলা ২০২০ এ অংশ গ্রহন করেছে সৃজনশীল মেধাবিকাশ।  বইমেলার স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর, ইউএনও সত্যজিৎ রায় দাশ, ওসি নাজমুল হক সহ আরো অনেক।        

মেধাবিকাশ প্রতিযোগিতা -১৯ এর পুরস্কার বিতরণ | মেধাবিকাশ ব্লগ

ছবি
সৃজনশীল মেধাবিকাশের মেধাবিকাশ প্রতিযোগিতা-১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী রোজ রবিবার চুনারুঘাট উপজেলা হল রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়৷ এতে সাইফুর রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হবিগঞ্জ জেলা পুলিশ। আরো ছিলেন আমন্ত্রিত অতিথি ও প্রতিযোগিতায় অংশ নেওয়া উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী ও অভিবাবক রা৷              

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সৃজনশীল মেধাবিকাশ | মেধাবিকাশ ব্লগ

ছবি
গত ২ মার্চ ২০২০ রোজ সোমবার সৃজনশীল মেধাবিকাশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে ৷এতে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ সাইফুর রহমান,  পরিচালনা করেন মোঃ তোফাজ্জল মিয়া। বক্তব্য রাখেন হাফিজ তালুকদার , সহ সভাপতি সদয় দেবনাথ, সহ সাঃ সম্পাদক মোঃ কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলাইমান আহমেদ, অফিস সম্পাদক ইয়াছিন আহমেদ রায়হান,  সদস্য নজরুল ইসলাম তালুকদার, ফজল তালুকদার,  আবু জাহির মিয়া সহ আরো অনেক।  মানববন্ধনে সংগঠন ও কলেজের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।