মুজিব তুমি - আসাদুজ্জামান আসাদ ; মেধাবিকাশ ব্লগ
মুজিব তুমি অনুপ্রেরণা,
মুজিব তুমি সাহস।
মুজিব তুমি অন্যায় এর বিরুদ্ধে
বীরত্বের যশ।
মুজিব তুমি ৭০ এর নির্বাচনে
সংখ্যাঘরিষ্টের আসন।
মুজিব তুমি রক্তে আগুন জ্বলা
৭ই মার্চের ভাষণ।
মুজিব তুমি ধ্বংশ করা
অত্যাচারী শোষক।
মুজিব তুমি বাংলেদেশের
স্বাধীনতার ঘোষক।
মুজিব তুমি বাংলেদেশের
প্রথম রাষ্ট্রপতি।
মুজিব তুমার এ দেশেতে
কমতি নেই খ্যাতি।
মুজিব তুমি বাঙালির গর্ব,
পাকিস্তানিদের যম।
তাদের অহংকারকে খর্ব করা
বাঙালির প্রিয়জন।
মুজিব তুমি রাজনৈতিক নেতা,
ইতিহাসের নায়ক।
মুজিব তুমি জাতিসংঘে
বাংলায় দেওয়া ভাষণ।
মুজিব তুমি বাংলাদেশেরর
যোগ্য মহান শাসক।
মুজিব তুমি মুক্তর সনদ,
জয় বাংলা স্লোগান।
মুজিব তুমি এ দেশের মাটিতে
লেগে থাকা ঘ্রাণ।
মুজিব তুমি ভাষা আন্দোলনে
কারাবন্দিদের প্রথম।
মুজিব তুমি কারাগারে সহ্য করা
হাজারো রকমের যখম।
মুজিব তুমি ৬৬ এর
ছয় দফার ভাষণ।
মুজিব তুমি বাংলাদেশের
যোগ্য মহান শাসক।
মুজিব তুমি একটি দেশের
স্বাধীন ইতিহাস।
মুজিব তুমি মুক্তির পথ,
সস্তির নিঃশ্বাস।
তারিখ:- ২৩.০৮.২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন