বিজয়ের জন্য ত্যাগ হবে না ভোগ হবে?
রক্ত ও শ্রম না দিয়ে এই জাতি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে নি। বিজয়ের কাঙ্খিত স্বাদ পাওয়ার জন্য এই জাতিকে বহু ত্যাগ ও অশ্রু ঝড়াতে হয়েছে। মুক্তিযুদ্ধ এই জাতির মুক্তির সম্মিলিত প্রয়াস। মুক্তিযুদ্ধের যে বিশ্লেষণগুলো আমাদের মাঝে হেঁটে বেড়ায় এই বিশ্লেষণ এর অধিকাংশই কোন না কোনভাবেই বা কোন দৃষ্টিকোণ হতে এককভাবে চেতনাগত স্থান দখল করে। মুক্তির লক্ষ্য বা উদ্দেশ্য আজ পঞ্চাশ বছর পর পরিস্কার। বিজয়ের জন্য ত্যাগ না ভোগ? কথাটা অস্বাভাবিক সরল হলেও কথাটার গুরুত্ব এই সমাজ দিবে কি না এটা আদৌ জানা নাই। মুক্তির জন্য যে রক্ত এই জাতিকে দিতে হয়েছে তা বিরল হলেও আশ্চর্য জনক। আমরা আমাদের পরিচয় জানি স্বাধীন জাতি হিশেবে। এই স্বাধীন জাতি যখন ত্যাগের বিষয় ভুলে ভোগের বিষয়ে নামে তখন অস্বাভাবিক ফলাফল আসাটা অস্বাভাবিক কিছু নয়। আমরা ত্যাগ করি না এখানে আমাদের স্বার্থ জড়িত নয়। এখানে আমরা পাবো না সরাসরি, কিন্তু চেতনাগত অবস্থানটা ভুলেই যাই।