সংগঠন এসাইনমেন্ট || সাধারণ কে অবগত করা

মানুষের জন্য মানুষ,  সমাজের জন্য মানুষ। সমাজে মানুষ হয়ে জন্মগ্রহন করে স্রষ্টা কর্তৃক প্রেরিত হয়ে দিনশেষে স্রষ্টা মানুষের কৃতকর্মের হিশাব করেন। আর মানুষ সমাজে বাস করে তার কর্মের দ্বারা অমর হয় এবং মানুষের প্রতি একক চেতনা লালন করে প্রকৃত মানুষে রূপ লাভ করে।

সৃজনশীল মেধাবিকাশ শিক্ষা ও সমাজের মৌলিক চেতনা বহনকারী একটি একক সংগঠন যার আছে বৃক্ষের মতো অঙ্কুর গর্ভ হতে জন্মানো এক অমর ইতিহাস। সৃজনশীল মেধাবিকাশ চায় সমাজের প্রতিটি মানুষ একক ভাবে বাচুক, শিক্ষা সবার মৌলিক অধিকার,  এ অধিকার সর্বজন গ্রাহ্য করার কাজ সৃজনশীল করে থাকে। পাশাপাশি এই কেরাণী বানানো শিক্ষার ধারা হতে সম্পূর্ন বিপরীত সৃজনশীল চেতনায় স্ব শিক্ষিত একটি একক শিক্ষা ধারার পতাকা সৃজনশীল মেধাবিকাশ বহন করে থাকে ।

আমাদের সাথে কাজ করার কথা আমরা সকলকে বলতে চাই না,  জোর করতে চাই না। সংগঠন জোর করে হয় না। আপনার বিবেক, আপনার মন মানষিকতা যদি আমাদের কাজ মানুষ মানুষের জন্য, থেকে শুরু করে শিক্ষাকে একক ধারায় আনা পর্যন্ত আপনার ভালো লাগে তাহলে আপনিই আমাদের প্লাটফর্মে আসবেন। সৃজনশীল মেধাবিকাশে কাজ করলে আপনি টাকা পাবেন না,  ফ্লাট পাবেন না,  তাহলে পাবেন কী? 

আপনার আত্মসম্মান বাড়বে, আপনার বিবেক বিকশিত হবে, মানষিকতা ভালো হবে, এতো সব মানুষের সাথে সম্পর্ক হবে যে আপনি খারাপ কাজ করতে ভয় পাবেন আত্মসম্মানের ভয়ে,  আপনার ভেতর আলাদা দক্ষতা সৃষ্টি হবে।

এগুলো মানবজীবনের গুন। টাকা দিয়ে পাবেন না। সৃজনশীল মেধাবিকাশে একটা রাস্তার ছেলে যেমন মূল্য পাবে তেমনি ধনীর দুলাল রা ও সে রকম মূল্যই পাবে।  তফাত নাই। ভালো লাগলে আসবেন না লাগলে নাই। আপনার মতো সৃজনশীল মেধাবিকাশ তার বৈশিষ্ট পরিবর্তন করতে পারবে না। এসো মিলি ঐক্যের মোহনায়,..

ক্ষুদিরাম কে ফাসির আগে তার মমতাময়ী মা বলেছিলেন তুই মরার পরও বাঁচবি?  ক্ষুদিরাম বলেছিলো হা, কীভাবে? 
দেশের জন্য প্রাণ দিয়ে। ভালো কাজ করলে বা সাথে থাকলে আপনি সব সময় বাচবেন, মরবেন না।

প্রচার ও প্রকাশনা বিভাগ
শহীদুল হাসান সোহাগ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০