আবেগ প্রশমন || সংগঠকদের অনন্য বৈশিষ্ট্য

মানুষ হিশেবে আবেগ থাকবেই। আবেগ না ছাড়া মানুষ হতে পারে না। কিন্তু সংগঠন করতে হলে আপনাকে আবেগ বা emotion  ত্যাগ করে চলার চেস্টা চালাতে হবে। দায়িত্বের মধ্যে অবহেলা বা দায়িত্ব স্বেচ্ছাচারিতা জনিত কারনে আমরা অনেক সময় উর্ধতনদের অনেক কথা শুনতে হয়। যা সাংগঠনিক ভাবে আমাদের কে ইতিবাচকভাবে প্রভাবিত করে। কিন্তু অনেকে আমরা বিষয়টাকে মেনে নিতে পারি না। এ ক্ষেত্রে আবেগ আমাদের কে এতো প্রভাবিত করে যে, আমরা অনেক সময় রাগের বশে অনেক কিছু করে বসি। যার ফলে উল্টো ক্ষতি হয় আমারই। তাই আবেগ কে প্রশমন করার চেস্টা থাকতে হবে।
উপলব্ধি করতে হবে, আমি যে কথাটা শুনলাম তার আসল কারণ কী?  আত্মবিশ্লেষণ থাকতে হবে নইলে নিজের ক্ষতিই আমরা নিজে করি। হাজারো মিথ্যার চেয়ে একটা সত্য যে আমরা মনে করি কথার রিপিট যদি আমরা করি তাহলে আমি বড়, কিন্তু ব্যাপারটা সে রকম না। আমাদের চিন্তা ধারা কোষ মুক্ত নয়। আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কোষমুক্ত হয়। আমরা যদি নিজেকে বড় মনে করি তাহলে সংগঠনের ক্ষতি এবং আমাদের ক্ষতি। একটা কথা আছে বড় যদি হতে চাও ছোট হও তবে, কিন্তু কথাটা আমরা কাগজ কলমেই মানি।

আমাদের আবেগ আমাদের কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে। যার ফল পরবর্তীতে আমরা ভোগ করি। আমাদের কে সাংগঠনিক ব্যাপারগুলোতে সব সময় আবেগ কে প্রশমন করে চলতে হবে। এটাই হউক শিক্ষা...

১ মে ২০১৯
প্রচার ও প্রকাশনা বিভাগ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
শহীদুল হাসান সোহাগ
প্রচার ও প্রকাশনা সম্পাদক (১৯-২০)   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০