সংগঠন এসাইনমেন্ট || সাধারণ কে অবগত করা

মানুষের জন্য মানুষ, সমাজের জন্য মানুষ। সমাজে মানুষ হয়ে জন্মগ্রহন করে স্রষ্টা কর্তৃক প্রেরিত হয়ে দিনশেষে স্রষ্টা মানুষের কৃতকর্মের হিশাব করেন। আর মানুষ সমাজে বাস করে তার কর্মের দ্বারা অমর হয় এবং মানুষের প্রতি একক চেতনা লালন করে প্রকৃত মানুষে রূপ লাভ করে। সৃজনশীল মেধাবিকাশ শিক্ষা ও সমাজের মৌলিক চেতনা বহনকারী একটি একক সংগঠন যার আছে বৃক্ষের মতো অঙ্কুর গর্ভ হতে জন্মানো এক অমর ইতিহাস। সৃজনশীল মেধাবিকাশ চায় সমাজের প্রতিটি মানুষ একক ভাবে বাচুক, শিক্ষা সবার মৌলিক অধিকার, এ অধিকার সর্বজন গ্রাহ্য করার কাজ সৃজনশীল করে থাকে। পাশাপাশি এই কেরাণী বানানো শিক্ষার ধারা হতে সম্পূর্ন বিপরীত সৃজনশীল চেতনায় স্ব শিক্ষিত একটি একক শিক্ষা ধারার পতাকা সৃজনশীল মেধাবিকাশ বহন করে থাকে । আমাদের সাথে কাজ করার কথা আমরা সকলকে বলতে চাই না, জোর করতে চাই না। সংগঠন জোর করে হয় না। আপনার বিবেক, আপনার মন মানষিকতা যদি আমাদের কাজ মানুষ মানুষের জন্য, থেকে শুরু করে শিক্ষাকে একক ধারায় আনা পর্যন্ত আপনার ভালো লাগে তাহলে আপনিই আমাদের প্লাটফর্মে আসবেন। সৃজনশীল মেধাবিকাশে কাজ করলে আপনি টাকা পাবেন না, ফ্লাট ...