বুক ব্যাংকের কার্যনির্বাহী পরিষদ গঠন
বুক ব্যাংকের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আজ বুধবার বুক ব্যাংকের সভায় এই পরিষদ অনুমোদন দেন কর্মীরা। এতে উপস্থিত ছিলেন সৃজনশীল মেধাবিকাশের সভাপতি সাইফুর রাব্বি। সর্ব সম্মতিক্রমে - মোঃ তারেক খাঁন (প্রধান সমন্বয়কারী), রিপন আহমেদ (সহ প্রধান সমন্বয়কারী) ও স্বাধীন আহমেদ শুভ কে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট পরিষদ অনুমোদিত হয়৷ মোঃ তারেক খাঁন প্রধান সমন্বয়কারী রিপন আহমেদ সহ প্রধান সমন্বয়কারী স্বাধীন আহমেদ শুভ সদস্য সচিব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন