প্রেস বিজ্ঞপ্তিঃ চুনারুঘাটের শিক্ষামূলক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের আজীবন সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর)-২১ তারিখে বিকালে সৃজনশীল মেধাবিকাশের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় ও শিক্ষক বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন সদস্য নুরুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী হাফিজ তালুকদার, শিক্ষক সালেহা খানম রত্না, শফিকুল আলম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের অর্ধযুগ পূর্তি অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও সৃজনশীল মেধাবিকাশের কাজকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সংগটনের পক্ষে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের দুই আজীবন সদস্য নুরুল কালাম আজাদ ও আলহাজ্ব নুরুল ইসলাম কে ফুলের তোড়া ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানানো হয়।