সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন-২১ নির্ধারিত নোটিশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ শে জানুয়ারি, শুক্রবার সকাল নয়টায় চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি। সভা পরিচালনা করেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আজীবন সদস্যপদ গ্রহন করেন জনাব নুরুল কালাম আজাদ দরবেশ, উপস্থিত ছিলেন আজীবন সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, শিক্ষক রাকিবুল আলম চৌধুরী সহ আরো অনেকে। সভার ছবি, পেছন থেকে৷ সাধারণ সভা শেষে সদস্যবৃন্দ। সভায় ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এতে সভাপতি সাইফুর রাব্বি, সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সুলাইমান আহমেদ পুনরায় নির্বাচিত হন।