চুনারুঘাটে হেমাঙ্গ বিশ্বাস স্মরণে পাঠচক্র ও আলোচনা


 গণসঙ্গীতের সুরস্রষ্টা হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু বার্ষিকিতে মেধাবিকাশ পাঠাগার চুনারুঘাটের আয়োজনে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠীত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে মেধাবিকাশ পাঠাগার কক্ষে এই পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠিত হয়।  

আলোচনায় অংশ নেন সৃজনশীল মেধাবিকাশের সভাপতি মোঃ সাইফুর রাব্বি, প্রতিষ্ঠাতা সদস্য অসীম কুমার শীল, কার্যকরি সদস্য তারেক খান, সাধারণ পরিষদ সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ পরিষদ সদস্য রিপন আহমেদ, সদস্য তানভীর ও শিহাব। 

বক্তাগণ হেমাঙ্গ বিশ্বাসের জীবন, কর্ম ও শিক্ষা নিয়ে আলোচনা করেন এবং তার জীবন অর্জিত শিক্ষা নিয়েও আলোচনা করেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০