সৃজনশীর মেধাবিকাশের সাংগঠনিক সিলেবাস - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের সদস্যদের যোগ্য ও আদর্শ মেধাবী হিশেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক সিলেবাসের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। প্রত্যেক সদস্যকে এই সিলেবাস পড়তে হবে। সিলেবাস পড়ার একটি গ্রহনযোগ্য পদ্ধতি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।  সৃজনশীল মেধাবিকাশের সিলেবাস যোগ্যতার চারটি ধাপ থাকবে। প্রথম - চার৷ প্রতিটা ধাপে ৮ টি করে সিলেবাসভিত্তিক টপিক থাকবে। এতে সৃজনশীল মেধাবিকাশ এর বিস্তারিত,  বাংলাদেশের ইতিহাস, ধর্ম, দর্শন, সৃজনশীল মেধাবিকাশের কর্মকৌশল সহ সংগঠনের আদর্শ সংগঠক হওয়ার জন্য টপিক নির্ধারিত থাকবে৷ প্রতিটা টপিকের লেখা সৃজনশীল মেধাবিকাশের ব্লগে প্রকাশ করা হবে। টপিকভিত্তিক লেখাগুলো পড়ে নোট করতে হবে। প্রতিটা ধাপে সিনিয়র জুনিয়র ম্যাচ করে ১৩ সদস্য বিশিষ্ট একেকটি ব্যাচ করা হবে। প্রতিটি ধাপে মানোন্নয়ন পরীক্ষা গ্রহনের পর একেকটি ব্যাচ কে আরেকটি ধাপে উন্নীত করা হবে৷ এভাবে চারটি ধাপ শেষ করা হবে। 

সৃজনশীল মেধাবিকাশ সদস্যদের সাংগঠনিক যোগ্যতা তৈরি ও বিচারের জন্য এই সিলেবাস পদ্ধতি শিক্ষা ও পাঠচক্র বিভাগের আওতায় সাঃ সম্পাদকের নিবিড় পর্যবেক্ষণ ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদকের সহযোগিতায় পরিচালিত হবে। সৃজনশীল মেধাবিকাশের সদস্যদের বক্তৃতা, আবৃতি, উপস্থাপনা সহ সার্বিক ভাবে যোগ্য করে গড়ে তুলতে এই সাংগঠনিক সিলেবাস গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তাই ব্যাচ ভিত্তিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে এই সিলেবাস পঠন কাজে অংশ নিতে হবে। প্রতিটা ধাপের টপিক পড়ে শেষ করে আত্মস্থ করে মানোন্নয়ন পরীক্ষা গ্রহন করা হবে৷ পুরো পরীক্ষার মান থাকবে - ১০০।  এতে ৭৫ লিখিত ও ২৫ ভাইবা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিবেন বা পরীক্ষক হিসেবে কলেজের প্রভাষক / শিক্ষক / প্রধান শিক্ষকদের নিয়োজিত করা হবে। 

সিলেবাস সংগঠনকে,  দেশ সমাজ ও মানুষ, নিজেকে কে জানার  জন্য প্রণয়ন করা হয়েছে। তা অবশ্যই পড়তে হবে৷ এই সিলেবাস পড়ে মানোন্নয়ন পরীক্ষার নম্বর রিপোর্ট এর উপর ভিত্তি করে একেকজনের যোগ্যতা বিচার করা হবে৷ তাই ব্যাচ ভিত্তিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে সিলেবাস পড়ায় মনোনিবেশ করা উচিত। 

২৮ মে , ২০২০  
বৃহস্পতিবার । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০