কবিতাঃ অন্ধকার কবর- মোহাম্মদ শিপন
![]() |
একদিন সবাই আপন ছিল,
এখন সবাই পর।
কয়েকদিন পর যাব আমি
একা মাটির ঘর।
মা-বাবা ভাই বোন ছেড়ে
যাব অনেক দূরে।
যেথা হতে কেউ কোনোদিন
আসবে না আর ফিরে।
একসাথে চলনা অ ভাই
নামাজ পড়তে যাই।
কোন সময় কে মরে যাব
ঠাঁই ঠিকানা নাই।
আপন আপন হাত ছাড়িয়া
যাব দূরের দেশে।
যেথা হতে কেউ কোনো দিন
আসবে না আর ফিরে।
আগে ছিলাম আলোর ঘরে
আলোর ও প্রদিপে।
হঠাৎ করে চলে যাব
অন্ধকার কবরে।
একা মাটির ঘর।
মা-বাবা ভাই বোন ছেড়ে
যাব অনেক দূরে।
যেথা হতে কেউ কোনোদিন
আসবে না আর ফিরে।
একসাথে চলনা অ ভাই
নামাজ পড়তে যাই।
কোন সময় কে মরে যাব
ঠাঁই ঠিকানা নাই।
আপন আপন হাত ছাড়িয়া
যাব দূরের দেশে।
যেথা হতে কেউ কোনো দিন
আসবে না আর ফিরে।
আগে ছিলাম আলোর ঘরে
আলোর ও প্রদিপে।
হঠাৎ করে চলে যাব
অন্ধকার কবরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন