মারিফতি প্যাঁচের সাংবাদিকতা - সাইফুর রাব্বি

একদিকে বানান ভুল আরেকদিকে নানা ধরনের মারিফতি প্যাচের অন্তর্জাল। কলম কে যেমন সৎভাবে ব্যবহার করা যায় তেমনি কলম কে অবৈধ পন্থায় ব্যবহার করেও কিন্তু হলুদ সাংবাদিকতার প্রসার ঘটানো যায়। সাংবাদিকতার ইতিহাসে, যোশেফ পুলিৎজার কে হলুদ সাংবাদিকতার জনক বলা হয়। যদিও সাংবাদিকতায় "পুলিৎজার" একটি বিখ্যাত পুরস্কার।

আমাদের গ্রামে গঞ্জে কিন্তু যারা গণমানুষ কে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করেন এবং প্রকাশ করেন তাঁদের কে মফস্বল সাংবাদিক বলা হয়। মফস্বল সাংবাদিকরা যদিও প্রচুর পরিশ্রম করে থাকেন তারপরও তাঁদের নেই তেমন পারিশ্রমিক বা উপার্জন। আমাদের মফস্বল সাংবাদিকরা আসলেই নানা সমস্যায় জর্জরিত এটা আমি অস্বীকার করতে চাই না।

সাংবাদিকতা মূলত সাহসী একটি কাজ। এই কাজে নতুন প্রজন্মের লেখকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন নতুন মাত্রা এনে দিচ্ছে। আমাদের এই ব্যবস্থায় প্রজন্মের মধ্যে শুভ্র চিন্তার যে উদ্রেক ঘটছে এটা নিশ্চয়ই আমাদের জন্য শুভকর ইঙ্গিত বহন করে। আমাদের দেশের সাংবাদিকরা নানান ভাবে সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে থাকেন। কখনো প্রাণের ঝুঁকিও থাকে,  দূর্যোগ ময় পরিস্থিতি সামলে যেভাবে নিজের কলম চালিয়ে যাচ্ছেন এটা নিশ্চয়ই ইতিবাচক স্বাক্ষর বহন করে।

তবে থলেতে কালো বিড়ালের ও অভাব নেই। হলুদ সাংবাদিকতার জন্য গোটা সাংবাদিক সমাজ আজ কলুষিত। দায় ভার সবকিছু যেহেতু সাংবাদিকদের ঘাড়েই সেহেতু এখন নেতিবাচকতার দায় হলুদ সাংবাদিকের পাশাপাশি স্বচ্ছ সাংবাদিকরাও নিয়ে থাকেন। যা আমাদের জন্য অশনি সংকেত।

আরেকটি বিষয় হচ্ছে,  আমাদের এই সাম্প্রতীক কালে সাংবাদিকতায় প্রচুর লোক প্রবেশ করছে। ফলে অপ্রশিক্ষিত ও অদক্ষ লোকের ও এন্তার নেই। যেনো তেনো কাজটা অন্তত সাংবাদিকতা নয়৷ তাই আমাদের কে এই প্রবল লোকশক্তি নিয়োগের সর্বশক্তি প্রয়োগের মহড়াটাও কমানো একান্ত প্রয়োজন।

শিশু সাংবাদিকতা একটি শুভকর বিষয়। কেননা ভবিষ্যৎ সাংবাদিকতা কেমন হবে এটার একটি প্রশিক্ষণ বা প্রাক শিক্ষা হলো শিশু সাংবাদিকতা। শিশু সাংবাদিকতা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক, এতে তাদের লেখালেখি ও সামাজিক মননের বিকাশের পাশাপাশি এদের বুদ্ধিভিত্তিক চেতনার ও বিকাশ ঘটে।

১৩ নভেম্বর, ২০১৯ 
সংযুক্তিগুলির জাযগা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০