সংগঠনকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখাতে হবে
সংগঠন হলো সংঘঠিত হয়ে কাজ করা। আমরা যদি সংঘটিত হই তবে আমরা কল্পনাও করতে পারবো না আমরা কি করতে পারি। আমাদের ইচ্ছাশক্তি এবং আমাদের একাগ্রতা ও আন্তরিকতা আমাদের কে এগিয়ে নিয়ে যাবে এক অপার লক্ষ্যে।।
সংগঠন যারা করেন বা সংগঠনের কার্যক্রম কে যারা বিশ্বাস করে কর্মী হিশেবে কাজ করেন তারা অবশ্যই সংগঠনের কার্যক্রমের ধারা সহজেই অনুধাবন করতে পারেন। সংগঠনকে প্রতিবাদ করতে শেখাতে হবে। দাসত্বের শৃঙ্খল হতে যদি সংগঠনকে না মুক্ত করা যায় তাহলে সংগঠনকে সু সংহত করা যাবে না।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন