চুনারুঘাটের বিশিষ্ট দানবীর নুরুল কালাম আজাদের সাথে সাক্ষাৎ করেছেন সৃজনশীল মেধাবিকাশের নেতৃবৃন্দ৷ গত শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি ও সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার নেতৃত্বে তার বাসভবনে তারা এই সাক্ষাত করেন৷ এ সময় সাংগঠনিক বিভিন্ন আলোচনার পাশাপাশি তারা আসন্ন বার্ষিক সাধারণ সভা-২১ সফলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন, সৃজনশীল মেধাবিকাশের সহ সাঃ সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক শহীদুল হাসান সোহাগ, নির্বাহী সদস্য তারেক খান, সজীবুল ইসলাম। সদস্য জুয়েল, মীর সৌরভ, মিছবাহ। নুরুল কালাম আজাদ সৃজনশীল মেধাবিকাশের সাথে সব সময় আন্তরিকতা ও এগিয়ে নিতে আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা প্রদান করেন৷ ২৩/০১/২১ - শনিবার - প্রকাশিত৷