সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা

সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা বিষয়ক উপ কমিটির তত্বাবধানে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২০ সকাল ১১.৩০ মিনিটে একজন রোগীকে রক্ত সেবা প্রদান করা হয়। এ সময় রক্তদাতা ও রক্ত গ্রহীতা উভয়েই উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব। সাঃ সম্পাদক তোফাজ্জল বলেন, রক্তসেবার মহৎ কাজ অব্যাহত থাকবে৷ রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব বলেন, রক্তসেবার মত মহৎ কাজ কে অব্যাহত রাখতে আমি সর্বত্র কাজ করে যাব।