পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা

ছবি
 সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা বিষয়ক উপ কমিটির তত্বাবধানে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২০ সকাল ১১.৩০ মিনিটে একজন রোগীকে রক্ত সেবা প্রদান করা হয়। এ সময় রক্তদাতা ও রক্ত গ্রহীতা উভয়েই উপস্থিত ছিলেন।   সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব।    সাঃ সম্পাদক তোফাজ্জল বলেন, রক্তসেবার মহৎ কাজ অব্যাহত থাকবে৷ রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব বলেন, রক্তসেবার মত মহৎ কাজ কে অব্যাহত রাখতে আমি সর্বত্র কাজ করে যাব।          

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০

ছবি
 চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ২০২০ সালে ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সৃজনশীল মেধাবিকাশ। ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর  পর্যন্ত কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলে। এতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ফরম, ব্যাংকিং, কাগজপত্র ব্যবস্থাপনা সহ সার্বিক সহায়তা করা হয়।   

সংগঠনের বার্ষিক সাধারণ সভা (ষান্মাসিক) ২০২০

ছবি
 সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ সভা (ষান্মাসিক)২০২০ অনুষ্ঠীত হয়েছে। গত ৭ অগাস্ট, শুক্রবার সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় সভাটি অনুষ্ঠীত হয়েছে।   এতে সংগঠনের সকল সাধারণ পরিষদ সদস্য, কার্যকরি সদস্যরা উপস্থিত ছিলেন।